Nomination canceled, Debashish went to the Supreme Court
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বীরভূমে কি বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের লড়াই হবে, তার উত্তর মিলবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই। আপাতত মনোনয়ন বাতিল হওয়া নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন বীরভূম থেকে বিজেপির ঘোষিত প্রার্থী দেবাশিস ধর। কয়েক সপ্তাহ আগেই তাঁর নাম বীরভূমের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি। শতাব্দী রায়ের বিরুদ্ধে লড়াইয়ের কথা ছিল দেবাশিস ধরের। গত বিধানসভায় শিতলকুচীতে গুলি চালানোর সময় তিনি ছিলেন পুলিশের উচ্চ আধিকারিক। ফলে তাঁর বিরুদ্ধে বারবারই তৃণমূল সুপ্রিমো নিশানা করেছিলেন। গুলি চালনায় ৪জনের মৃত্যুর জন্য তাঁকেই দায়ী করা হয়েছিল তৃণমূলের তরফে। উল্লেখ্য কদিন আগেও তাঁর বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে তাঁর প্রার্থীপদ বাতিলের খবর প্রকাশ্যে আসতেই সোরগোল পড়ে গেছে। যদিও সেই একই কেন্দ্রে বিজেপির আরেক নেতা লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিয়েছেন বলে খবর। কমিশনের তরফে জানানো হয় ডিউ সার্টিফিকেট জমা দিতে পারেননি দেবাশিস বাবু। যদিও তাঁর অভিযোগ রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে তাঁকে ছাড়পত্র দিচ্ছে না। সুপ্রিম কোর্টে দ্রুত এই মামলার শুনানি চাওয়া হয়েছে। যদি একান্ত দেবাশিসের পক্ষে রায় না আসে, তাহলে বিজেপির সেই প্রার্থীকেই সমর্থন করতে পারে বিজেপি।