অভিনয় থেকে বিরতি, বড় সিদ্ধান্ত দক্ষিণী সুপারস্টার প্রভাসের
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি। সালারের সাফল্যও গগনচুম্বী। দক্ষিণী সুপারস্টার প্রভাসের ফ্যানেরা সালার জ্বরে কাবু। বাহুবলী ২ ছয় বছর পর আরও একটি ব্লকবাস্টার মুভি দিল এই দক্ষিণী সুপারস্টার। সেটি হল সালার পার্ট ওয়ান। কেরিয়ারের মধ্যগগনে থেকে আচমকা অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দক্ষিণী সুপারস্টার। কিন্তু, কেন? রিপোর্ট অনুযায়ী শরীর ভালো নেই দক্ষিণী সুপারস্টারের।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিনেদুনিয়া থেকে আপাতত কিছুদনের জন্য বিরতি নিচ্ছেন প্রভাস। তবে সেটা দীর্ঘ সময়ের জন্য নয়। শারীরিক কিছু সমস্যার জন্যই এই ব্রেক বলে খবর। একটানা কাজ করার পর একটা মাইন্ড রিফ্রেশমেন্টেরও বিষয় রয়েছে। তাই নিজেকে আরও একটু চাঙ্গা করার জন্যই কিছুদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন বলেই সূত্রের খবর।
প্রসঙ্গত, প্রভাস এক মাসের জন্য বিরতি নিয়েছেন। খুব সম্ভবত মার্চ মাসেই নতুন প্রজেক্ট নিয়ে ফিরবেন প্রভাস। ইন্ডাস্ট্রির গুঞ্জন, কিছুদিন আগে প্রভাস অস্ত্রোপচারের জন্য ইউরোপ গিয়েছিলেন। সেটার পর হয়তো পুরোপুরি সুস্থ হননি। তাই ক্ষণিকের বিরতি নিচ্ছেন দক্ষিণী তারকা প্রভাস। তাঁর ঝুলিতে রয়েছে কালকি ২৮৯৮ এডি। নাগ অশ্বিনী পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৯ মে। এই ছবিতে প্রভাসের সঙ্গে রয়েছেন কমল হাসান। সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন দীপিকা পাডুকোন ও দিশা পাটানি।