Can Sunil Chhetri decide to hang up the boots next season?
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আগামী মরশুমেই বুট তুলে রাখার সিদ্ধান্ত নিতে পারেন সুনীল ছেত্রী? জল্পনা তুঙ্গে। এদিনও পেনাল্টি নষ্ট করেন তিনি। বয়সও বাড়ছে। সেই পুরোনো ক্ষিপ্রতা কমছে। আগামী বছর পর্যন্ত দলের সঙ্গে ফুটবলার কাম মেন্টর হিসেবে কাজ করতে পারেন তিনি। তারপরই প্লেয়ার হিসেবে অবসর নিতে পারেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার, এমনটাই শোনা যাচ্ছে। চলতি আগস্টেই তার বয়স হয়নি ৪০। ফলে আগামী মরসুমের পর তার খেলা চালিয়ে যাওয়ায় বয়েসের নিরিখে যথেষ্টই কঠিন। দীর্ঘদিন ধরেই তিনি বলে আসছেন, যেদিন মনে করবেন ফুটবল আর উপভোগ করছেন না, সেদিন থেকেই সরে দাঁড়াবেন খেলা থেকে। উপভোগ করলেও ভারত হোক বা বেঙ্গালুরু, দলের খারাপ পারফর্মেন্সের দায় তার ওপরেই আছে। বাকি খারাপ খেললেও আক্রমণে গোল না পেলে, কিন্তু ডিফেন্স গোল হজম করলেও দায় যেন তার। একই সঙ্গে জাতীয় দলেও তিনি গোল করছেন। ভালো স্ট্রাইকার নেই বলে কাজ চালাতে হচ্ছে তাকেই। তবে এশিয়ান কাপে খারাপ পারফরমেন্সের পর তাকেও দোষারোপ করা হয়েছে। গত মাসে তো আফগানিস্তানের কাছেও হেরে ভারতীয় ফুটবল দল। তাই সুনীল নিজেও চাইবেন সসম্মানেই নিজের বর্ণময় কেরিয়ারে ইতি টানতে।