Next June 6, the India vs Kuwait match in Kolkata is going to be his last international match.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন সুনীল ছেত্রী। আগামী ৬জুন, কলকাতায় ভারত বনাম কুয়েত ম্যাচই তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বুট জোড়া তুলে রাখার। ৩৯ বছর বয়স, আর শরীর দিচ্ছিল না। তাই যুবদের এগিয়ে দিতেই সরে দাড়ালেন সুনীল। যদিও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন ৯৪টি আন্তর্জাতিক গোলের মালিক। বিশ্বফুটবলে রোনাল্ডো, মেসি, আলি দাইয়ের পর গোলের নিরিখে অবস্থান সুনীলের। তাঁর বিদায়বেলায় সুনীলকে শুভেচ্ছা জানিয়েছে ক্রীড়ামহল। বিরাট কোহলি বলেছেন, ভাই তুমি আমাদের গর্বিত করেছো। এআইএফএফ বলেছে, তোমার অবদান মাঠ এবং মাঠের বাইরে ভোলার মতো নয়। বিসিসিআইও তাঁকে কুর্নীশ জানিয়ে লিখেছেন, তুমি সকলের আইকন। তাঁর চলে যাওয়ার পর যে দলে স্ট্রাইকারের অভাব প্রকট হয়ে দেখা দেবে, সেকথা মেনে নিতেই হচ্ছে।