BJP state president Sukant Majumdar and BJP workers headed towards Basirhat in local train to avoid police obstruction
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : পুলিশের বাধা এড়াতে নতুন পন্থা নিল বিজেপি। বসিরহাটে পৌঁছাতে সড়কপথে নয়, মঙ্গলবার ট্রেনে রওনা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। তা সফল করতে সুকান্তের নেতৃত্বে ৩০ জনের প্রতিনিধি দল যায় বসিরহাট। দুপুর ১টা নাগাদ নিরাপত্তারক্ষী-সহ হৃদয়পুর স্টেশন থেকে বসিরহাট লোকালে উঠে পড়েন।
সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহানের গ্রেফতারি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বসিরহাট জেলা পুলিশের কার্যালয় ঘেরাও কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কোনও রাজনৈতিক দলকে সন্দেশখালি প্রবেশ করতে পুলিশি বাধা দেওয়া হচ্ছে। তাই পুলিশি বাধা এড়াতে মঙ্গলবার শিয়ালদহ-হাসনাবাদ শাখার হৃদয়পুর স্টেশনে হাজির হয়ে যান সুকান্ত মজুমদার, ইন্দ্রনীল খাঁ-সহ রাজ্য নেতৃত্বের সদস্যরা। ছিলেন কর্মী, সমর্থকরা।
বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযান রুখতে বসিরহাটকে কার্যত ঘিরে ফেলা হয়েছিল পুলিশি নিরাপত্তায়। ব্যবস্থায় ছিল জলকামান, কাঁদানে গ্যাসের শেল। এসপি অফিসের ৫০০ মিটার পর্যন্ত ব্যারিকেড দেওয়া হয়েছিল।