We have already got 12 seats in Bengal, claimed state BJP president Sukant Majumdar.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে দেরি নেই, ইতিমধ্যেই ১২টি আসন পেয়ে গেছি বাংলায়, দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এখনও পর্যন্ত এরাজ্যে লোকসভা নির্বাচনে চারটি দফার ভোটগ্রহণ হয়েছে। এখনও বাকি রয়েছে তিন দফার ভোট। ইতিমধ্যেই তাঁর কেন্দ্রেও ভোট হয়ে গেছে,এরই মধ্যে রায়গঞ্জ থেকে জিতে আসা সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দাবি করলেন, ১৮টির মধ্যে ১২টি আসন তাঁরা ইতিমধ্যেই জিতে গেছেন। অমিত শাহ প্রথমে যে টার্গেট দিয়েছিলেন সেই ৩৫টি আসন সম্ভব নয়। সেই আসন সংখ্যা কমিয়ে ২৪এ এনেছেন শাহ, সুকান্ত মজুমদারের দাবি যদি ঠিক হয় সেক্ষেত্রে এখনও তাঁরা সেই টার্গেটে পৌঁছাতে পারবেন। কিন্তু উত্তরবঙ্গের অধিকাংশ কেন্দ্রে ভোট হয়ে গেছে, দক্ষিণবঙ্গ থেকে আদৌ বিজেপি এত আসন পাবে কিনা সন্দেহ আছে। এরই মধ্যে সন্দেশখালি ইস্যুতেও ফের তৃণমূলকে একহাত নিয়েছেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি পুলিশকে কাজে লাগিয়ে সন্দেশখালিকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। নির্যাতিতাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। যে করেই হোক লোকসভা ভোটের জন্য মিথ্যা রটাচ্ছে তৃণমূল, দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি।