Two Trinamool ministers filed a complaint against Shuvendu to the principal
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী -সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অধিবেশনে রাজ্য সঙ্গীত চলাকালীন বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যার বিরুদ্ধে শোভনদেব চট্টাপাধ্যায় এবং নির্মল ঘোষ অভিযোগ দায়ের করেছেন অধ্যক্ষের কাছে। সেই অভিযোগ অধিবেশনে খতিয়ে দেখার ঘোষণা করেন বিমান বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার বাজেট পেশ করার সময় যে ভাবে ডি গ্রুপের কর্মী নামে তৃণমূলের ক্যাডাররা আমাদের বিধায়কদের দিকে তেড়ে গিয়ে স্লোগান দিয়েছেন কয়েকজন। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য বিধানসভার সচিবকে আমরা ডেপুটেশন দিয়েছি। সচিব যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় আমরা কড়া আন্দোলনে যাব। আর আজ বিকেলে আমাদের মহিলা বিধায়করা হেয়ারস্টিট থানায় অভিযোগ দায়ের করতে যাবে। এফ আই আর না নিলে আদালতে যাব। কিন্তু এর শেষ দেখে ছাড়ব। বিধানসভার মধ্যে আমরা সিকিউরিটি নিয়ে ঢুকতে পারি না। আর এদিকে ডি গ্রুপের নামে তৃণমূলের ক্যাডাররা ঘুরে বেড়াচ্ছে। আমাদের বিধায়করা খুন হতে পারে কিংবা আক্রান্ত হতে পারে। এ চলতে দেওয়া যাবে না।