রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। গত বুধবার থেকে লাগাতার অশান্তি অগ্নিসংযোগ এর মত ঘটনা শুধু নয় এলাকায় বিজেপি কর্মীদের ওপরে একের পর এক আক্রমণ যা নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার রাজ্য বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করলেন। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল মিহির গোস্বামী বিজেপির পরিষদীয় নেতা সহ একাধিক বিজেপি বিধায়ক।
রাজ্যপালের সঙ্গে দেখা করতে না পেরে রাজ্যপালের ওএসডি বার্তা দিয়ে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক সন্দেশখালি প্রসঙ্গেআমরা তৃণমূলকে ভালবাসি আমরা মমতা ব্যানার্জিকে ভালবাসি জেলা পরিষদের সদস্য উত্তমের বিরুদ্ধে লাগাতার অভিযোগের পর অবশেষে সাসপেন্ড প্রতিরোধের পর থেকেই বেপারটা উত্তম সর্দার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার কে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হলো।
৭২ ঘণ্টা কেটে গিয়েছে এখনো পর্যন্ত অশান্ত অগ্নিগর্ভ সন্দেশখালি। বারবার সন্দেশখালিতে যে নাম গুলো ঘুরেফিরে গ্রামবাসীদের মুখে উঠে আসছিল শেখ শাহজাহান থেকে শুরু করে শিবু নস্কর উত্তম সর্দার। তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত সিদ্ধান্ত উত্তর ২৪ পরগনার সাংগঠনিক সিদ্ধান্ত মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছেন উত্তম সর্দার কে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।
৭২ ঘণ্টা কেটে গিয়েছে এখনো পর্যন্ত অশান্ত অগ্নিগর্ভ সন্দেশখালি। বারবার সন্দেশখালিতে যে নাম গুলো ঘুরেফিরে গ্রামবাসীদের মুখে উঠে আসছিল শেখ শাহজাহান থেকে শুরু করে শিবু নস্কর উত্তম সর্দার। তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত সিদ্ধান্ত উত্তর ২৪ পরগনার সাংগঠনিক সিদ্ধান্ত মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছেন উত্তম সর্দার কে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।