Subvendu attacked the Trinamool government’s budget as a “directionless ‘vote campaign'”.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
বৃহস্পতিবার বিধানসভায় ক্ষমতাসীন তৃণমূল সরকারের বাজেট পেশকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়। রাজ্য সঙ্গীত গাওয়ার সময় বিজেপি বিধায়করা উঠে তাতে বাধা দিয়ে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন। এর পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পড়তে শুরু করা মাত্রই তাঁরা হই হট্টগোল শুরু করে দেন। নানাভাবে বাধা দিতে থাকেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের থামানোর চেষ্টা করেন। তা সত্ত্বেও থামেননি বিরোধী বিধায়করা
তৃণমূল সরকারের বাজেটকে ‘দিশাহীন’, ‘লোকসভা ভোটের প্রচার’ বলে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বাজেটের একাধিক ত্রুটি বের করলেন তিনি। অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য বিশেষ কোনও ঘোষণা নেই বলে তোপ দাগলেন তিনি। জানালেন, শনিবার বাজেটের বিরোধিতায় নিজেদের মতামত পেশ করতে চান বিজেপি বিধায়করা। আগামীকাল শুক্রবার ও শনিবার দুদিন বাজেট বক্তৃতা রয়েছে। বিভিন্ন সরকারি দফতরের মন্ত্রীরা তারা ব্যাখ্যা দেবেন। তবে বিরোধী দলের সদস্যরা আদও তাদের বক্তব্য পেশ করতে পারবেন কিনা সময় তার উত্তর দেবে।