Trinamool should be declared a militant organization, claims Subhendu
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি কাণ্ডের মুল অভিযুক্ত শেখ শাহজাহানের এক ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল অস্ত্র ভাণ্ডারের সন্ধান মিলতেই আরও একবার রাজ্যের শাসক দলকে চাপে ফেলার চেষ্টায় বিজেপি নেতারা। এমনিতেই সপ্তাহ শুরুর থেকেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে সমস্যায় জর্জরিত তৃণমুল কংগ্রেস। তাও শীর্ষ আদালতে লড়বেন বলে বিষয়টি কিছু আড়াল করার চেষ্টা চলছিল। এরই মধ্যে ফের শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থা পারছে, কিন্তু রাজ্য পুলিশ কিভাবে এত অস্ত্রের হদিশ পাচ্ছে না, এই প্রশ্ন তুলে তৃণমূলকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করে শুভেন্দু দাবি করেন গোটা ঘটনার জন্য তৃণমূল সুপ্রিমো দায়ি। এছাড়াও তৃণমূল দলকে নিষিদ্ধ ঘোষণা করে, সেই পার্টিকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি করেছেন বিজেপির এই নেতা। একইসঙ্গে পুলিশের শীর্ষকর্তাদের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তিনি।