BJP leader Subhendu Adhikari said that he will explode the bomb again next week
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নির্বাচন আসলেই বিজেপির তরফ থেকে তৃণমূল নেতা-নেত্রীদের বিভিন্ন কুকর্মের কীর্তি ফাঁস করা হয়। অতীতে নারদা স্ট্রিইং কাণ্ডে তেমন দেখা গেছিল। ফের একবার গত লোকসভা নির্বাচনের সময় মুকুল রায়ের গলায় উঠে এসেছিল বিশ্ববাংলা প্রসঙ্গ। যেখানে বিশ্ববাংলাকে এক কোম্পানি হিসেবে দাবি করেছিলেন তিনি। যদিও এইসব নিয়ে মামলা চলছে , কোন কিছুই প্রমাণিত হয়নি। এরই মধ্যে ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন আগামী সপ্তাহে এমন কিছু তিনি বা তার দল করে দেখাবে, যা তৃণমূল কংগ্রেস সহ্য করতে পারবে না। মালদাতে শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে জনসভায় গেছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি দাবি করেন আর কয়েকটা দিনের মধ্যেই এমন বিস্ফোরণ তিনি ঘটাবেন যে রাজ্যের শাসক দলের ২ হেভিওয়েট নেতা নেত্রীর সমস্যা তৈরি হবে। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে স্বচ্ছ ভোট হওয়ায় তৃণমূল কংগ্রেস বিপাকে পড়েছে বলেও দাবি করেন তিনি। শুক্রবারই প্রথম দফার নির্বাচনের পর তিনি জানিয়েছিলেন বিজেপি ৩-০ এগিয়ে গেছে।