The division bench of the chief justice stayed the order of the single bench in the Sandeshkhali case
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সন্দেশখালি কান্ডে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বিচারপতি জয় সেনগুপ্ত এই ঘটনার তদন্তে সিবিআই এবং রাজ্য পুলিশের যে যৌথ সিট গঠন করেছিল তাতে স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয় এই ঘটনা নিয়ে যে অন্য এফআইআর গুলো দায়ের হয়েছিল তার ভিত্তিতে রাজ্য পুলিশ ও এখনই কোন তদন্ত করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী ৬ মার্চ মামলার পরবর্তী শুনানি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এই নির্দেশে কার্যত স্বস্তি পেল ঘটনার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। তবে শাজাহান কোন আগাম জামিনের আবেদন জানালে তার বিরোধিতা করতে পারবে ইডি নির্দেশে এমনটাই জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।