রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০। জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে ১২০০।’ ভোটের মুখে রাজ্য বাজেটে প্রায় দ্বিগুণ বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা।
মা-মাটি-মানুষে’র সরকার ক্ষমতায় আসার পর থেকে নারী বাংলার সেরা জনমুখী প্রকল্প গুলোর মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। এই মুহূর্তে ২ কোটি ১৩ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পান। এছাড়াও জয় বাংলা, জয় জোহরের মতো রাজ্যের নিজস্ব বার্ধক্য ভাতা, বিধবা ভাতা। আছে কন্যাশ্রী, রূপশ্রী, মেধাশ্রী, যোগ্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যত্ ক্রেডিট কার্ড, কৃশকবন্ধু, মত্স্যবন্ধু, তপশিলীবন্ধু, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজসাথীর মতো প্রকল্প যেখানে সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যায় কিংবা আর্থিক ভাবে তাঁরা কিছুটা সুরাহা পান। আগেও এখানে অবস্থানে বসে ছিলাম
তারপরেও কেন্দ্রীয় সরকার বাংলাকে তার বকেয়া প্রাপ্য দেয়নি বলে রেড রোডের ধর্না মঞ্চ থেকে অভিযোগ করেন। পাশাপাশি
কেন্দ্রীয় সরকার গত দু’বছর ধরে ১০০ দিনের কাজের টাকা দেয়নি। তার মধ্যেও আমরা ৪২ দিনের কাজ দিয়েছি।