West Bengal State employees DA announce 4%
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে ২০২৩ এবং ২৪ অর্থবছরের বাজেটের দিকে সকলের নজর যেমন ছিল। তেমনি রাজ্য সরকারি কর্মচারীরা তারাও আজ সরাসরি নজর ডেকেছিল রাজ্য বিধানসভায়। মমতাময়ী বাজেট হবে কিনা সেটা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল রাজ্যের বিরোধী দলগুলি। তবে দিনের শেষে যে বাজেট পেশ করা হলো তাতে অবশ্যই অখুশী হবেন না বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীরা। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে সময় বাজেট পেশ করছিলেন সেই সময় রাজ্য বিধানসভায় উত্তাল পরিস্থিতি তৈরি করে রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির বিধায়করা। জয় শ্রীরাম বলে স্লোগান দিতে থাকে বিজেপি বিধায়করা। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জাতীয় সংগীত অবমাননার অভিযোগ আনেন বিরোধী দলের বিরুদ্ধে।সোমবার ছিল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আশায় বুক বেঁধেছিল রাজ্য সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টে তারা আশাহত হয়েছেন। কিন্তু আন্দোলন তারা চালিয়ে যাবেন এটাও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন এই আন্দোলন সরকারের অস্বস্তি বাড়িয়েছে। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন শহীদ মিনার ময়দান থেকে ৫০০ মিটার দূরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অবস্থানে বসেছেন তাই পুলিশের পক্ষ থেকে যে কদিন মুখ্যমন্ত্রী ওই অবস্থানে থাকবেন সে কদিন যাতে শহীদ মিনার ময়দান থেকে আন্দোলনকারীরা যাতে উঠে যান সেই মর্ম পুলিশ জানিয়েছিল। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তারা পুলিশকে স্পষ্ট জানিয়ে দেয় আদালতের নির্দেশেই তারা এখানে অবস্থানে রয়েছেন।ফলে চলতি বছর রাজ্যে মোট ৮ শতাংশ ডিএ বৃদ্ধি পেল। আগামী অর্থবর্ষ থেকেই নয়া হারে মহার্ঘভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নতুন হারে ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় হারে ডিএ-র সঙ্গে ফারাকও কমে দাঁড়াল ৩২ শতাংশ।২০২৪ সালের মে মাস থেকে এই নয়া ৪% ডিএ লাগু হবে