An incident in the assembly! Trinamool, and BJP’s trouble was closed in the press corner!
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ থেকে শুরু করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশ পর্যন্ত ধুমধুমার কাণ্ড বেধে যায় বিধানসভার কক্ষে। তৃণমূল সরকারের রাজ্য সংগীত পাল্টা বিরোধীদের জাতীয় সংগীত নিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য বিধানসভা। গন্ডগোল নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর অভিযোগ, বিধানসভায় ক্যাডার নিয়োগেও দুর্নীতি হয়েছে। নিরাপত্তারক্ষীদের নামে স্পিকারের এলাকার ওই ক্যাডাররাই বিজেপির উপর আক্রমণ করেছেন। সেইসঙ্গে শুভেন্দু খুন হয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করলেন। এদিকে, বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের সময় মাইক বিভ্রাটের ঘটনার পর আজ থেকে বন্ধ করে দেওয়া হল বিধানসভার প্রেস কর্নার, মিডিয়া সেন্টার। বিজেপি সাংবাদিক বৈঠক করতে গেলে দেখা যায়, প্রেস কর্নার তালা ঝুলছে।