In an effort to identify eligible job aspirants, S.S.C
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: যোগ্য চাকরি প্রার্থীরা চাকরিহারা হতেই চাপে পড়ে গেছিল রাজ্য সরকার। ভুল যদিও হয়েও থাকে, তাহলে যারা নির্দোষ তাঁরা কেন শাস্তি পাবেন, এই প্রশ্ন উঠতে থাকে। হাইকোর্টের নির্দেশে প্রায় ২৬০০০জনের চাকরি বাতিলের পর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য। যারা যোগ্য তাঁদের চাকরি যাওয়া আটকাতে মরিয়া রাজ্য। কিন্তু কদিন আগেই শীর্ষ আদালত জানতে চেয়েছিল, ওএমআর শিট তো নষ্ট হয়ে গেছে, তাহলে কারা যোগ্য তা কিভাবে বোঝা যাবে। এরপরই এসএসসির তরফে জানানো হল, এক পদ্ধতি তাঁরা কাজে লাগাতে চলেছে যোগ্য প্রার্থীদের বের করে আনতে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, যে সমস্ত চাকরি প্রার্থীদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, তাঁদের তালিকা আদালতের কাছে তুলে ধরবে এসএসি। এর আগেই ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া অনুযায়ি চাকরি পাওয়া শিক্ষকদের একাংশকে অযোগ্য বলে জানিয়েছিল এসএসসি, কিন্তু যোগ্যদের তালিকা এখনও পাওয়া যায়নি। ফলে অযোগ্যদের বাদ দিয়ে তালিকা তৈরি করে যোগ্যদের চিহ্নিতকরণের প্রক্রিয়া চালাতে পারে এসএসসি। এদিন হাইকোর্টের নির্দেশে চাকরিহারা প্রার্থীরা কমিশনের দফতরে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান। কারণ শুধু তাঁঁরা চাকরি পেয়েছেন তাই নয়, তাদেরকে এত বছরের অর্জন করা টাকা শুদ সমেত সম্পূর্ণ ফেরত দিতেও বলা হয়েছে, যা অনেকের কাছেই অসম্ভব। তাই যেনতেন প্রকারেন একটা এসকেপ রুট তৈরি করতে মরিয়া এসএসসি।