4 dead in boat sinking in Jhelum river in Srinagar.Multiple passengers missing
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার শ্রীনগরের ঝিলম নদীতে দুর্ঘটনা। প্রায় ১০- ১২ জন স্কুল ছাত্র সহ বেশ কয়েকজন যাত্রী বহনকারী একটি নৌকা উল্টে যায়। এই ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। বাটওয়ারা গান্ডাবল এলাকার স্থানীয়রা জানান, ভোরে নৌকাটি ডুবে যায়।
শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট জানান, সাতজনকে হাসপাতালে আনা হয়েছিল, যার মধ্যে চারজন মারা গেছে। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছে। জম্মু ও কাশ্মীর বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বলেন, উদ্ধারের কাজ চলছে। এক বিবৃতিতে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, এসডিআরএফ, সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থার কর্মীদের সমন্বয়ে একটি দল ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টির ফলে ঝিলাম সহ কাশ্মীরের বেশ কয়েকটি জলাশয়ের জলস্তর বেড়েছে।