The newest addition to the Srijit-Mithila family, Anna Python from Amazon is the director Srijit
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : কুকুর বা বিড়াল নয়, পোষ্য সাপ! তাও আবার পাইথন। পাইথনের বাস আমাজনের জঙ্গল। কলম্বিয়া থেকে পোষ্য পাইথনকে নিজের বাড়িতে এনেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে নিজেই সোশাল মিডিয়ায় নতুন সদস্যটি খবর দিলেন। তাতেই শোরগোল পড়ে গেছে।
পো্ষ্য পাইথনের নাম রেখেছেন উলুপী। সেটা সোশ্যাল মিডিয়ায় জানান তিনি। যে শব্দ হিন্দু পুরাণে নাগকন্যার পরিচয়। পোষ্যটি যে পাইথন সাপ সে কথা উল্লেখ করেন নি। টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, পোষ্যটি হল সাক্ষাৎ আমাজনের পাইথন।
বাস্তবে বাড়িতে সাপ পোষা সেটা ভাবনা চিন্তার বাইরে। পরিচালক সৃজিতের দীর্ঘদিনের শখ ছিল সাপ পোষার। সেই ইচ্ছেই এবার পূরণ করলেন। বন দপ্তর থেকে অনুমতি এবং নথিপত্র সমেত আমাজন থেকে আনা পাইথনকে বাড়িতে স্বাগত জানিয়েছে তিনি। তবে এখনও পর্যন্ত পোষ্যর কোনও ছবি ফাঁস করেননি সৃজিত মুখোপাধ্যায়।