July 27, 2024 11:47 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 11:47 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

Sri Lanka’s win : রেকর্ড গড়েও হার আফগানিস্তানের, জয় শ্রীলঙ্কার

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#Afghanistan's# #record# #loss# #Sri Lanka's# #win

Afghanistan’s record loss, Sri Lanka’s win

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লাকেল্লে স্টেডিয়ামে প্রথম একিদিনের ম্যাচে ঐতিহাসিক ইনিংস খেললেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমারজাই এবং মহঃ নবি । নিশ্চিত জেতা ম্যাচ কঠিন করে জিতল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে 50 ওভারে 381 রান করে লঙ্কানরা। সৌজন্যে পাথুম নিশাঙ্কার অসাধারণ ইনিংস। 139 বলে 210 রানের অনবদ্য ইনিংস খেলেন নিশাঙ্কা। 20টি বাউন্ডারি আর 8টি ওভারবাউন্ডারিতে সাজানো নিশাঙ্কার ইনিংসের পর দুরন্ত বোলিং শুরু করেন লঙ্কান বোলাররাও। একটা সময় 55 রানে 5 উইকেট পড়ে যায় আফগানদের। সকলেই যখন বিশাল হারের আন্দাজ করছেন আফগানদের, তখনই ত্রাতার ভুমিকায় অবতীর্ণ হলেন আজমাতুল্লাহ ওমারজাই এবং বহু যুদ্ধের নায়ক মহঃ নবি। দুই ক্রিকেটারের শতরানের ম্যাচ জমে যায়। শেষ পর্যন্ত আফগানিস্তান দল নির্ধারিত 50 ওভারে 339 রান করে। 42 রানে ম্যাচ জেতে লঙ্কানরা। ষষ্ঠ উইকেটে জুটিতে 242 রান করেন ওমারজাই এবং মহঃ নবি। ব্যক্তিগতভাবে হাসমাতুল্লাহ ওমারজাই, লঙ্কান বোলারদের শাসন করে 115 বলে করেন 145 রান। ইনিংসে ছিল 13টি চার এবং 6টি ওভারবাউন্ডারি। তিনি অপরাজিত থাকেন ম্যাচের শেষ পর্যন্ত। যোগ্য সংগত দিয়ে মহঃ নবিও করলেন নজরকাড়া 136 রান। 130 বলে দুরন্ত ইনিংস খেলেন নবি। হাসারাঙ্গা এবং থিকসানা বাদ দিয়ে কোনও বোলারই সেভাবে এই জুটির সামনে মাথা তুলে দাড়াতে পারেনি। একই দিনে একাধিক রেকর্ড তৈরি হল এই ম্যাচে। শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করলেন নিশাঙ্কা। ওমারজাই এবং নবির 242 রানের জুটিও রেকর্ড আফগানদের। বিশ্বকাপে বড় দলকে বেগ দেওয়া যে স্রেফ অঘটন ছিল না, সেটাই যেন প্রমাণ করে দিলেন ওমারজাই, নবিরা।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top