December 14, 2024 10:09 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 14, 2024 10:09 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Sports Festival : সাড়ম্বরে পালিত হল সাদার্ন সমিতি ক্লাবের ক্রীড়া উতসব

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#SportsFestival#Southern Samiti#Club

Sports Festival of Southern Samiti Club was celebrated in Sambar

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : প্রত্যেক বছরের মতো এবছরও সাড়ম্বরে পালিত হল সাদার্ন সমিতি ক্লাবের ক্রীড়া উত্সব। বিভিন্ন খেলায় অংশ নিয়েছিলেন কচিকাচারা। শীতের সকালে সব রকমের খেলাই ছিল সাদার্নের এই ক্রীড়া উতসবে। অনুষ্ঠানে জীবনকৃতি সম্মান দেওয়া হয় প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যকে, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় প্রয়াত দেবু মুখোপাধ্যায়কে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব, সভাপতি, থেকে রাজ্যের মন্ত্রী, প্রাক্তন ফুটবলাররা। এই ধরনের প্রতিযোগিতা থেকে আগামী দিনে সব বিভাগ থেকেই বেশি খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে উদ্যোক্তারা। সাদার্ন সমিতি ফুটবল দল কলকাতা লিগ এবং কন্যাশ্রী কাপে দীর্ঘদিন ধরেই খেলছে। বর্তমানে বাংলার ফুটবলে যথেষ্টই অবদান রাখার চেষ্টা করেন সৌরভ পাল। অনুষ্ঠানে এসে সুব্রত ভট্টাচার্য ভারতীয় ফুটবল সম্পর্কে বলেন,বিদেশী কোচরা কেউই বড়সড় সাফল্য এনে দিতে পারেনি ভারতীয় ফুটবল দলকে। এভাবে স্রেফ বিদেশী কোচ এনেই ভারতীয় ফুটবল দলের উন্নতি কোনওমতেই সমভব নয়, কারণ টিম ইন্ডিয়াকে সাফল্য পেতে গেলে প্রয়োজন ছোট থেকে পর্যাপ্ত অনুশীলন। বিদেশী কোচরা এসে বুঝতেই পারেনা ভারতীয় ফুটবলের ঘাটতিটা ঠিক কোথায়। কোন জায়গায় পিছিয়ে আছে। হঠাত্ ওরা এসে চাইলেই ওদের মতো করে কখনও দল খেলতে পারবে না। কারণ ফুটবলারদের সেরকমভাবে তৈরি করা হয়নি। আজকে আমি সুনীল ছেত্রীকে তৈরি করে দিয়েছি, আজ কুড়ি বছর ধরে সেই সুনীলই দেশকে সার্ভিস দিচ্ছে। আর কোনও ফুটবলার উঠে আসছে না কেন, এর উত্তর খোঁজা উচিত। তবে খেলার ওপর থেকে রাজনীতিকরণের ছায়া সড়াতে হবে। উচ্চপদে রাজনৈতিক ব্যক্তিত্বরা বসলে কি করে ভালো হবে খেলার। কারণ তাদের কাছে প্রচুর ফুটবলারের অনুরোধ আসবে। তাই খেলাকে স্বচ্ছ রাখতে হবে”।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top