CPI(M) candidate Saira Shah Halim’s campaign in South Kolkata has been blocked by the police
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হরিশ মুখার্জি রোডে প্রচার করতে গিয়ে বাধা পান দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিম। তাঁর অভিযোগ, মিছিল যখন হরিশ মুখার্জি রোডে ঢুকতে যায় তখন বাধা দেয় পুলিশ। কালীঘাট থানার আধিকারিক সঞ্জয় মিশ্র পথ আটকান। তিনি বলেন, এই রাস্তা দিয়ে মিছিল করা যাবে না। কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে আগাম অনুমতি নেওয়া ছিল ওই রাস্তায় মিছিল করার বলে জানান সিপিআইএমের কর্মীরা।উল্লেখ্য, এই এলাকাটি ভবানীপুর থানার অধীনে, সেখানে কালিঘাট থানার হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে। বাধা পেয়ে পুলিশের সাথে বচসা শুরু হয় সিপিআই(এম) কর্মী সমর্থক এবং প্রার্থী সায়রা হালিমের সঙ্গে। তিনি কাগজ দেখতে চান পুলিশের কাছ থেকে। কী কারণে তাঁকে যেতে দেওয়া হবে না। বাধা পেয়ে কোন ভাবে পিছিয়ে আসেনি সিপিআই(এম) কর্মীরা। প্রচার নির্ধারিত সূচি অনুযায়ী করেন। কালিঘাট থানার এই আচরণের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে সিপিআই(এম)।