CPI(M) candidate Comrade Saira Shah Halim campaigned on Saturday.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সকাল সকাল শনিবার দক্ষিণ কলকাতা বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী কমরেড সায়রা শাহ হালিম প্রচার করলেন।
৯১ ওয়ার্ডের কসবা বাজারে প্রচার করলেন তিনি। সঙ্গে ছিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী।
পাশাপাশি কসবার বোস পুকুর এলাকাতেও প্রচার সাড়লেন কলকাতা দক্ষিণ কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিম।
এলাকায় এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন তিনি। মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। মানুষকে আবেদন করেন নির্বাচনে তাঁকে সমর্থন করার জন্য।