July 27, 2024 3:15 pm

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 3:15 pm

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

Sourav Ganguly on nabanna!নির্বাচনের প্রাক্কালে নবান্নে সৌরভ! দাদা দিদির বৈঠক ঘিরে তুমুল জল্পনা রাজনৈতিক মহলে ।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Sourav Ganguly on the eve of the election! There is a lot of speculation in the political circles around the meeting of Dada Didi.

রাজ্য

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:

লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের ঘরে যখন ভাঙ্গন শুরু হয়েছে ঠিক সেই সময় বুধবার নবান্নে হঠাৎই উপস্থিত ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেই নবান্নে পৌঁছেছেন তিনি। যদিও কেন আচমকা নবান্নে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তা এখনো স্পষ্ট নয়।

লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় ঘুরে গিয়েছে। রাজ্যের বেশ কিছু জেলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে।। দেশজুড়ে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। বাংলাতেও একের পর এক চমকে দেওয়া নামকে দলে নিচ্ছে গেরুয়া শিবির। অন্যদিকে পিছিয়ে নেই তৃণমূলও।

নির্বাচনী প্রস্তুতির আবহের মধ্যেই বুধবার বিকেলে আচমকাই নবান্নে পৌঁছে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। বিকেল পাঁচটা নাগাদ রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ভবনে যান তিনি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। প্রায় আধঘণ্টা তাঁদের মধ্যে কথা হয় নবান্ন সূত্রের খবর।

নির্বাচনের আবহেই আধ ঘণ্টার বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে। তবে কী নিয়ে আলোচনা হল দুজনের মধ্যে? তা এখনও পর্যন্ত জানা যায়নি। দিন কয়েক আগেই দিদি নাম্বার ওয়ান এর সেটে দেখতে পাওয়া গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।তাহলে কি এবার সৌরভ সঞ্চালিত দাদাগিরিতে অংশ নেবেন মমতা? উঠছে সেই সম্ভাবনার কথাও।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top