Sourav Gangopadhyay’s mother Nirupa Devi, who is infected with Corona again, is admitted to the hospital
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : গুরতর অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা দেবী। করোনা সংক্রমিত হওয়ায় মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করা হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়কে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সর্দি-কাশি ছাড়াও তাঁর শরীরে হাল্কা জ্বর ছিল। পরীক্ষার পরে নিরূপা দেবীর শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়ে। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় নিরূপা দেবীকে। জানা যাচ্ছে মাকে ভর্তির সময়ে হাসপাতালে হাজির ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি স্বয়ং। নিরূপা গঙ্গোপাধ্যায়কে অক্সিজেন দেওয়া হয়। পরিবারের তরফে জানা গিয়েছে, এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর হৃদরোগে সমস্যা দেখা দিয়েছে। শোনা যাচ্ছে প্রয়োজন হলে তাঁর বুকে স্টেন্ট বসানো হতে পারে। এই মুহূর্তে ডাক্তারি পর্যবেক্ষণে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়কের মা।