An old woman died of sunstroke in Sonarpur in intense heat
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : প্রবল গরমে রাজ্যে বলি এক প্রৌঢ়া। গন্তব্যে যাওয়ার পথে অটোয় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎকরা প্রৌঢ়াকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, সানস্ট্রোকের কারণেই মৃত্যু হয়েছে ওই প্রৌঢ়ার।
জানা গিয়েছে, মৃত প্রৌঢ়ার নাম শাকিলা বিবি। বয়স প্রায় ৬০ বছর। সোনারপুরের দক্ষিণ জগদ্দলের বাসিন্দা তিনি। মঙ্গলবার দুপুরে পেয়ারাবাগান থেকে চৌহাটি এলাকায় যাওয়ার জন্য অটোতে উঠেছিলেন ওই প্রৌঢ়া। সূত্রের খবর, তারপর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন। অন্যান্যযাত্রী ও অটো চালকরা তাঁকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত, এপ্রিলেই প্রখর রোদে নাজেহাল রাজ্যবাসী। হাওয়া অফিসের তরফে সকলকে পরামর্শ দেওয়া হয়েছে বাড়িতে থাকার। তবে কাজের তাগিদে পথে নামতেই হচ্ছে আমজনতাকে। যার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন