Rahul Gandhi and Smriti Irani are in the headlines again in the atmosphere of Lok Sabha polls.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আবহে ফের চর্চায় রাহুল গান্ধী এবং স্মৃতি ইরানি। কয়েক দিন আগেই আমেঠি থেকে না লড়াই করে রায়বেরেলি থেকে দ্বিতীয় আসনে লড়াইয়ের কথা জানিয়েছিলেন রাহুল গান্ধী। অর্থাৎ কংগ্রেস তাঁকে স্মৃতি ইরানির বিরুদ্ধে আর দাঁড় করায়নি। এরপরই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি দাবি করেছিলেন, রাহুল গান্ধী ভয় পালিয়ে গেছেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর মধ্যে সম্মুখ সমরে বিতর্কে বসার জন্য জন্য চর্চা শুরু হতেই তাতে সায় দেন রাহুল। এরপর পাল্টা কংগ্রেসের শীর্ষনেতার উদ্দেশ্যে স্মৃতি ইরানি প্রশ্ন তোলেন, ইন্ডিয়া জোটের বিরোধী মুখ কি আদৌ রাহুল গান্ধী, যে তিনি প্রধানমন্ত্রীর বিপরিতে বসবেন। পাল্টা কংগ্রেসও এক বিবৃতিতে দাবি করল, একান্তই প্রচার পাওয়ার জন্য এসব কথা বলছেন স্মৃতি। রাহুল গান্ধীর মাধ্যমে স্মৃতিও শিরোনামে থাকতে চান, অথচ প্রজ্জ্বল সম্পর্কে তিনি মুখে কুলুপ এঁটেছেন বলে দাবি করে কংগ্রেস।