Skin loses its own moisture due to various reasons. What signs will you understand?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিভিন্ন কারণে ত্বক তার নিজস্ব আর্দ্রতা হারাতে থাকে। বয়সকালে আদ্রতা কমে ত্বকের। তবে ত্বকের আদ্রতা ধরে রাখার কিছু টিপস শেয়ার করবো। তবে তার আগে জানতে হবে কোন লক্ষণ দেখে তা বুঝবেন? মরসুম ভেদে ত্বকের সমস্যার পার্থক্য দেখা যায়। ত্বক বিশেষজ্ঞরা বলেন, ত্বকে যদি কোনও সমস্যা থেকে থাকে, তা সব সময়েই থাকে। বিভিন্ন মরসুমে তা মাথাচাড়া দিয়ে ওঠে। এই যেমন ত্বকের আর্দ্রতা হ্রাস পাওয়া। গ্রীষ্মে এই সমস্যা বেশি দেখা যায়, কারণ সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলে।বর্ষাতেও কিন্তু শুকিয়ে যেতে পারে ত্বক। এখন অফিসে বেশিরভাগ সময় এসি তে থাকতে হয়। তার ফলে পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকে অল্প বয়সেই চলে আসছে বলিরেখা। কী ভাবে বুঝবেন ত্বক আর্দ্রতা হারাচ্ছে?
১) ত্বকে চুলকানি, ব্রণও হওয়া
২) ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া ফলে ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে
৩) বলিরেখা, চোখের তলায় কালি পড়ে যাওয়া
৪) ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া। যেমন, ত্বকে লালচে ভাব, মেচেতার উপদ্রব
৫) আর্দ্রতাহীন ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে নানা রকম লালচে দাগ ছোপ আসা
এই সব সমস্যা দেখা দিলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞর পরামর্শ নেবেন। অনেক সময় লিভারে সমস্যা হলে ত্বকে তার প্রভাব পড়ে।