Shreyas returned to the team under pressure, Ishaan under pressure
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারত ইংল্যান্ড সিরিজ চলাকালীন ঈশান কিষানকে খেলতে বলেছিলেন নির্বাচকরা, কিন্তু সুস্থ না হওয়ার জন্য মাঠে নামতে রাজি হয়নি ঈশান এমনই জানা গেল সূত্র মারফত। রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে ইসান কিষাণ না খেলায় তাকে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকেও ছেঁটে ফেলা হয়েছে। এরপরই প্রশ্ন উঠছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও কি আর দেখতে পাওয়া যাবে না এই বাঁহাতি ব্যাটারকে? প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও পরামর্শ দিয়েছিলেন জয় শাহ এবং বোর্ড সভাপতি রজার বিনিকে ঈশানের সঙ্গে কথা বলার জন্য। যদিও তাতে হয়তো বরফ গলার নয়। দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন, বিশ্রাম চেয়ে দেশে ফিরেছিলেন। এরপর বরোদায় অনুশীলন করছিলেন হার্দিক পান্ডিয়ার সাথে। তবে এনসিএতে না গিয়ে চোট থাকলে কেন অন্যত্র অনুশীলন করলেন ঈশান, এই মর্মেই তার ওপর ক্ষুব্ধ বিসিসিআই নির্বাচকরা। কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শ উপেক্ষা করে ঘরোয়া লীগে না খেলায় তাকে বাদ দেওয়া হয়। জাতীয় দল থেকে এবং বোর্ডের চুক্তি থেকে একইভাবে শ্রেয়শকে ছেটে ফেলা হয় বার্ষিক চুক্তি থেকে। শ্রেয়শের বিপক্ষে অভিযোগ ছিল তিনি রঞ্জি ট্রফিতে খেলছিলেন না চোটের জন্য অথচ এনসিএ তে না গিয়ে তার আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স এর ক্যাম্পে যোগ দিয়েছিলেন। এরপরই প্রশ্ন ওঠে কিভাবে এনসিএকে উপেক্ষা করলেন তিনি। যদিও কেকেআরের তরফ থেকে জানানো হয় তারা মুম্বাই রঞ্জি দলের কোচ এবং টিম ম্যানেজমেন্টকে ফিটনেসের সমস্ত আপডেট পাঠাচ্ছিলেন। শেষ পর্যন্ত রঞ্জি ট্রফি সেমিফাইনালে মুম্বাইয়ের হয়ে মাঠে নামেন শ্রেয়স। যদিও মাঠে নামা হয়নি ঈশান কিষণের।