Campaigning in support of CPI(M) candidate Dipsita Dhar in Srirampur centre.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শ্রীরামপুর কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে চললো প্রচার। প্রচারে বড় সংখ্যায় অংশ নিয়েছিলেন ছাত্রী এবং মহিলারা। প্রচারের ভঙ্গি ছিল ভিন্ন।
সন্দেশখালিতে নারী নির্যাতন, জমি লুটের প্রতিবাদ এবং রাজ্যজুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে ধনিয়াখালিতে সিপিআই( এম) ‘র ডাকে বিক্ষোভ মিছিল হয়। খানাকুল ২ ব্লকের পলাশপাই-১ পঞ্চায়েতের ঝিকিরা বাড়বাউন মোড়ে সিপিআই(এম) ‘র ডাকে জনসভা হয়। দুই জায়গায় বক্তব্য রাখেন বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী দীপ্সিতা ধর। এছাড়া শ্রীরামপুর কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে পার্টির ডানকুনি এরিয়া কমিটির উদ্যোগে প্রচার মিছিল। কোন্নগরে দীপ্সিতা ধরের সমর্থনে প্রচার মিছিল।