Allegations against Samajwadi Party candidate Shivpal Yadav,Seeking votes by intimidation
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোট চাইছে গিয়ে হাত জোড় করে প্রণাম নয়, বরং ভয় দেখতে শোনা গেল প্রার্থীকে, উত্তর প্রদেশের ঘটনায় হতবাক রাজনীতিবিদরা। অভিযোগ উঠে আসছে, সমাজবাদী পার্টির প্রার্থী শিবপাল যাদবের বিপক্ষে। বদায়ু কেন্দ্রের প্রার্থীর মুখে শোনা যায় ভোটের পর হিসেবের তত্ব। যশবন্তপুরের বর্তমান বিধায়ক শিবপাল যাদব। এমনিতে বাহুবলী নেতা হিসেবেই পরিচিতি তার। বিজেপির রাজত্বকালেও নিজের ক্ষমতা অতুতু রেখেছেন অখিলেশ যাদবের দলের এই নেতা। কিন্তু অখিলেশ যাদবের দলের এই নেতা বলে বসলেন , ভোট আসছে তাই সবার ভোট প্রয়োজন তার। আর ভোট না দিলে, পরে তো হিসেব নেওয়ার সময় আছেই। সঙ্গে ছিলেন আরেক বিধায়ক ব্রজেশ যাদব এবং শিবপাল পুত্র আদিত্য যাদব। যদিও তার পার্টির নেতারা দাবি করেছেন, এই ভিডিও নির্বাচন বিধি লাগু হওয়ার আগের। যদিও নিজের হয়ে সাফাই গেয়ে শিবপাল যাদব বলেছেন, এই ভিডিওতে সম্পূর্ন বক্তব্য নেই। তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে ।