Actor Shekhar Suman joined the Bharatiya Janata Party on Tuesday
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে আরও এক অভিনেতাকে দলে নিল বিজেপি, যদিও বর্তমানে তিনি অতটাও জনপ্রীয় নন। কিন্তু এক সময় রুপোলি পর্দায় নিয়মিত মুখ ছিলেন শেখর সুমন। তিনিই মঙ্গলবার যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে। এক সময় কংগ্রেসেও ছিল। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেছিলেন বিহার থেকে, কিন্তু কংগ্রেসের টিকিটে লড়ে তৃতীয় হয়েছিলেন। এবার রাজনীতিতে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন এক সময়ের এই জনপ্রীয় অভিনেতা। বিজেপিতে যোগদান করে অবশ্য তিনিই আশা করে থাকবেন টিকিটের দিকেই, কিন্তু এখনও তা পাওয়া হয়নি তাঁর। উল্লেখ্য এই বিজেপিতেই সদ্য যোগ দেওয়া কঙ্গনা রানাওয়াতকে নিয়ে তাঁর মুখে শোনা গেছিল কটুক্তি। এখন সেই কঙ্গনার সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে।