Sheikh Shahjahan’s relief in the High Court
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সন্দেশখালিতে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার ঘটনায় সিবিআই ও রাজ্য পুলিশকে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আপাতত আগামী ৬ মার্চ পর্যন্ত এই তদন্তের উপর স্থগিতাদেশ জারি করলো প্রধান বিচারপতির বেঞ্চ।একক বেঞ্চের বিচারপতি জয়সেনগুপ্তর পর্যবেক্ষণ ছিলো রাজ্য পুলিশ পক্ষপাতমুলক আচরণ করতে পারে। এই আশঙ্কা অমুলক। পাশাপাশি রাজ্য পুলিশ থাকলে ঐ এলাকায় গিয়ে তদন্ত করতে সুবিধা হবে।সেই জন্য যৌথ ভাবে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি।সেই নির্দেশের উপর আজ স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। এদিন শুনানিতে এডিশনাল সলিসিটর জেনারেল বলেন, সন্দেশখালির ঘটনায় সিবিআই ও রাজ্য পুলিশের যৌথ তদন্ত হলে রাজ্য পুলিশ তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে।কারন রাজ্যের একাধিক মন্ত্রী প্রভাবশালী নেতা রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। সেই জন্য একক বিচারপতির বেঞ্চের নির্দেশ খারিজ করা উচিত। রাজ্য পুলিশ শাহজাহান শেখকে আড়াল করার চেষ্টা করছে সেটা আমরা একক বিচারপতিকে জানিয়েছি।ইডির আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন। রাজ্য পুলিশকে জানানোর সত্ত্বেও তারা সহযোগিতা করেনি শাহজাহান শেখের বাড়িতে যাওয়ার পথে।তা সত্ত্বেও বিচারপতি সেনগুপ্ত সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন দুপক্ষকে নিয়ে।