The central agency ED has filed a charge sheet against Sheikh Shahjahan.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় এজেন্সি ইডি। প্রথম তাঁর বাড়িতে তদন্ত করতে গিয়েই বেধরক মার খেতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সি ইডিকে। এরপরই আসতে আসতে সিবিআই বিষয়টিতে জড়াতে একের পর এক অভিযোগ উঠে আসতে শুরু করে তৃণমূলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে। অকথ্য নির্যাতনের অভিযোগ তোলেন গ্রামবাসীরা। এর মধ্যেই শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে যৌন হেনস্থারও অভিযোগ তোলা হয়। যদিও ইডির চার্জশিটে মূলত যে বিষয়গুলো রাখা হয়েছে, তা হল আর্থিক প্রতারণা। রাজ্যের পুলিশের ১৩টি মামলার পরীপ্রেক্ষীতে তাঁরা তদন্ত করে এই চার্জশিট জমা দিয়েছে। শেখ শাহজাহানের ভাইয়ের নামেও চার্জশিট জমা দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, একাধিক ব্যক্তির জমি জোর করে নিয়ে নেওয়ার পাশাপাশি সম্পত্তি লুঠ, ও মিথ্যা কর নেওয়ার অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। সেই মর্মেই তাঁরা চার্জশিট দাখিল করলেন, এর আগে সিবিআইও চার্জশিট জমা করেছিল।