After 56 days, ED submitted the charge sheet against Sheikh Shahjahan.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ৫৬ দিনের মাথায় শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। জমি দখল সংক্রান্ত মামলায় সোমবার চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথম তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে শাহজাহানের অনুগামীদের হাতেই বেধরক মার খেতে হয়েছিল ইডিকে। এরপর রাজ্য রাজনীতি তোলপাড় হয়। একে একে তাঁর বিরুদ্ধে উঠে আশে চাঞ্চল্যকর অভিযোগ। যদিও পরবর্তীতে আবার দুটি ভিডিয়ো সামনে আসতেই চিত্রটা কিছুটা বদলে যায়। প্রথমে সন্দেশখালি বেশ কয়েকজন মহিলা দাবি করেছিলেন শেখ শাহাজাহানের অনুগামীরা তাঁদের ওপর নির্যাতন করেছে, যদিও পরে মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের স্টিং অপারেশন ফাঁস হতেই কিছুটা অক্সিজেন পায় তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে জমি সংক্রান্ত মামলায় তৃণমূলের হেভিওয়েট এই প্রাক্তন নেতার বিরুদ্ধেই চার্জশিট জমা দিল ইডি। তাঁর বিরুদ্ধে ১১২ পাতার চার্জশিটে দাবি করা হয়েছে, শেখ শাহজাহান প্রায় ২৫০ কোটি টাকার জমি দখল করেছেন।