“If I was influential, why didn’t ED issue a warrant against me”, Sheikh Shahjahan asked the court.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : শনিবার শেখ শাহজাহানের আগাম জামিন সংক্রান্ত মামলার শুনানিতে তার আইনজীবীরা আদালতে জানান তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন, রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত। জ্যোতিপ্রিয় মল্লিকের দেওয়া একটি চিঠির পরিপ্রেক্ষিতেই গত পাঁচই জানুয়ারি আমার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি। রেশন বন্টন দুর্নীতির সাথে তার কোন যোগ নেই। আমি যদি এতটাই প্রভাবশালী হতাম তাহলে এতদিন আমার বিরুদ্ধে কেন ইডি ওয়ারেন্ট ইস্যু করলো না প্রশ্ন তুলেছেন তারা আইনজীবী। শুধু তাই নয়, গত ২৪ই জানুয়ারি আমার বাড়িতে গিয়েছিল কিছু নথি জোগাড় করার জন্য। সেদিনও বা কেন আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করল না? প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (আর্থিক দুর্নীতি) মামলা রুজু করেছে ইডি। ওদের কাছে কোন তথ্য প্রমাণ নেই আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে ইডির পক্ষ থেকে আমি মনে করছি আমাকে গ্রেফতার করতে পারে ইডি। তাই আগাম জামিনের আবেদন জানিয়েছি বলে যেদিন আদালতে জানিয়েছেন শেখ শাহজাহানের আইনজীবী। গত ৫ ই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনায় শেখ শাহজাহানের কোন হাত ছিল না। মানুষ সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কারণ রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে বিজেপি সরকার ইডি, সিবিআইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তার প্রতিবাদেই সেদিন তারা পথে নেমে ছিল। এই মামলায় কেন আগাম জামিন পাবেন না সেই প্রশ্নই তুলেছেন তার আইনজীবীরা। তবে এদিন ইডির পক্ষ থেকে তারা আদালতে কোন ব্যাখ্যা দেননি। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।