Shahjahan opened his mouth about Sandeshkhali sting operation,-‘That’s the original’ said Shah Jahan
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আবহে বড় খবর হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালি স্টিং অপারেশন। তা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতি তোলপাড়। বেকায়দায় পড়েছে বিজেপি। ভাইরাল হয়েছে সন্দেশখালি নিয়ে স্টিং অপারেশনের ভিডিয়ো। যদিও এই ভিডিয়ো যাচায় করে দেখেনি দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল। ওই ভিডিয়ো’তে দেখা যাচ্ছে, সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল দাবি করছেন, সন্দেশখালির মহিলাদের করা অভিযোগ আসলে মিথ্যে, সাজানো। টাকা নিয়ে মহিলারা ধর্ষণের অভিযোগ করেছেন। আর এই ভিডিয়ো–কে হাতিয়ার করে নির্বাচনী প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতারা দাবি করছেন, ওই ভিডিয়ো ভুয়ো, মিথ্যে।
মঙ্গলবার শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে হাজির করা হয়। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, ‘বিজেপি তো স্টিং ভিডিয়ো’কে ফেক বলছে। আপনি কী বলবেন?’ সটান জবাবে শাহজাহান বলেন, ‘ফেক নয়, ওটাই অরিজিনাল।’