One ministry to Shantanu, double ministry to Sukanta
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্য থেকে আগেই জোড়া মন্ত্রীর নাম জানা গেছিল মোদীর তৃতীয় সরকারের। পুরনো মন্ত্রকেরই দায়িত্বে থাকলেন বাংলার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এর আগের বারেও সামলেছিলেন জাহাজ প্রতিমন্ত্রীর পদ। এবারও সেই পদেই বহাল থাকলেন বনগাঁ থেকে জিতে আসা এই বিজেপি সাংসদ। এবারই প্রথম বিজেপির কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রীর পদে বসতে চলেছেন রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আর প্রথমবারেই জোড়া মন্ত্রকের দায়িত্ব পেলেন বালুরঘাটের সাংসদ। তাঁকে দেওয়া হল উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ। গতবার এরাজ্য থেকে চারজন প্রতিমন্ত্রী ছিল, তার মধ্যে শিক্ষাপ্রতিমন্ত্রীর পদ সামলেছিলেন সুভাষ সরকার, কিন্তু এবার তিনি বাঁকুড়া থেকে হেরে যান। বিজেপির সামগ্রিক পারফরমেন্স অত ভালো না হলেও, সুকান্ত মজুমদারকে দুটি আলাদা মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হল।