Awkward defeat by Gujarat Titans in Ahmedabad
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আহমেদাবাদে বিশ্রী হার গুজরাট টাইটানস দলের। দিল্লির বিরুদ্ধে মাত্র ৮৯ রানেই আউট হয়ে যায় গুজরাট দল। পাল্টা ৯ ওভারের মধ্যেই ৬ উইকেটে ম্যাচ জিতে দল দিল্লি। শুভমন গিল, ঋদ্ধিমান সাহারা কেউ লড়াই টুকু দিতে পারেননি ক্যাপিটালসের বিপক্ষে। ১৭.৩ বলের মধ্যেই গুটিয়ে যায় টাইটানসদের ইনিংস। দিল্লির হয়ে মুকেশ কুমার নেন ৩ উইকেট, বর্ষীয়ান ইশান্ত শর্মা নেন ২ উইকেট। বল হাতে একটু বেশি রান দিলেও ২ উইকেট নেন ট্রিস্টান স্ট্যাবসও। গুজরাটের হয়ে শেষদিকে ৩১ রান করেন রশিদ খান। বাকি কোনো ক্রিকেটার ১২ রানের গণ্ডি টপকাতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে দিল্লির জ্যাক ফ্রেজার ম্যাক গার্ক এদিনও মারকাটারি ইনিংস খেলেন। ২টো বাউন্ডারি আর ২টো ওভার বাউন্ডারিতে ইনিংস সাজিয়ে করেন ২০। বাংলার ছেলে অভিষেক পোড়েলও করেন ৭ বলে ১৫ রান। শাই হোপ করেন ১০ বলে ১৯ রান। ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক পন্থ। ম্যাচ দিল্লি জিতে নিলেও এত কম রান চেজ করতে নেমে ৪ উইকেট হারানো নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টের। গুজরাটের হয়ে ২টি উইকেট নেন সন্দীপ ওয়ারিয়ের। ম্যাচে উইকেটের পিছনে ৪টি ব্যাটসম্যানকে আউট করার অবদান রেখে নজির গড়েন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ।