New FIR against Shahjahan in Sandeshkhali police station, administration shakes after court’s statement
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি থানায় শাহজাহান শেখের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, গৌর দাস নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই এফআইআর হয়েছে।নতুন এফআইআরে কি আছে? জনা যাচ্ছে, শাহজাহানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে নতুন এফআইআরে। ৮০ হাজার টাকা লুট, ঘরবাড়ি ভাঙচুরের সহ একাধিক অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। এমনটাই দাবি করছেন, অভিযোগকারীর। অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বসিরহাট জেলা পুলিশ।উল্লেখ্য, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, যে আদালত পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দিলে শাহজাহানকে কিভাবে গ্রেফতার করবে? আদালতের নির্দেশের কারণে শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। দায়ী করেছিলেন আদালতকে। কিন্তু সোমবারই শাসকদলের প্রশ্নের মোক্ষম জবাব দেন হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, শাহজাহানকে গ্রেফতার করতে পারবে রাজ্য পুলিশ। তাতে কোনও বাধা নেই। আদালত তেমন কোনও স্থগিতাদেশ দেয়নি। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম স্পষ্ট করে জানান, ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। শাহজাহানকে গ্রেফতার করার বিষয়ে কোনও স্থগিতাদেশ আদালত দেয়নি। পুলিশ চাইলেই তাঁকে গ্রেফতার করতে পারে।রেশন ‘দুর্নীতি’মামলায় শাহজাহানের নাম জড়িয়েছিল। ইডি তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মার খায় ইডির আধিকারিকরা। সেই থেকে তৃণমূলের এই নেতা ‘নিখোঁজ’।