ED seeks custody of Shahjahan’s brother and two disciples
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শুধু শাহজাহান শেখকে জেরা নয়, তার পাশাপাশি সন্দেশখালির শেখের ঘনিষ্ঠ ও পরিবারের সদস্যদের কোর্টেও হাজির করাতে চায় ইডি। এর মধ্যে যেমন শাহজাহানের ভাই আলমগির শেখ রয়েছেন, রয়েছেন শাহজাহান-ঘনিষ্ঠ সন্দেশখালির তৃণমূল নেতা শিবু হাজরা এবং দিদার মোল্লাও। ইডি সূত্রে খবর,আদালতে হাজির করানোর পরই এঁদের তিন জনকে হেফাজতেও চাওয়া হবে।
শাহজাহানের ভাই আলমগিরকে, ঘনিষ্ঠ দিদারকে সিবিআইয়ের গ্রেফতার করেছেন। ইডির উপর হামলার ঘটনায় আলমগির এবং দিদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার পরেই তাঁদের গ্রেফতার করা হয়। আর এক শাগরেদ শিবুকে পুলিশ গ্রেফতার করেছিল ইডির উপর হামলা এবং সন্দেশখালির স্থানীয় বাসিন্দাদের উপর নির্যাতনের অভিযোগে। ইডি এই তিন জনকেই আদালতে হাজির করানোর জন্য বুধবার বিচারভবনে আবেদন করেছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এঁদের তিন জনকেই হেফাজতে নেওয়ার পরিকল্পনা রয়েছে ইডির। ইডি শাহজাহানের ভাই এবং তাঁর দুই শাগরেদকে হেফাজতে চাইছে সন্দেশখালির জমি দখল এবং ভেড়ি দখল সংক্রান্ত মামলায়।