Shahjahan’s change in just two days! He said he was being framed, but now he had a different tone
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শাহজাহান শেখ দাবি করেছিলেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। গত শুক্রবার তিনি আবার বলেছিলেন, সব মিথ্যা, ফাঁসানো হচ্ছে। ওরা বিজেপির লোক। শুক্রবারের শাহজাহানের কথা অনুযায়ী রবিবার সংবাদমাধ্যমের তরফে শাহজাহান শেখকে প্রশ্ন করা হয়েছিল, বিজেপির কে বা কারা তাঁকে ফাঁসাচ্ছে? কার বিরুদ্ধে অভিযোগ? ইডি এবং সিবিআইয়ের হাতে ধৃত সন্দেশখালির সাসপেন্ড হাওয়া তৃণমূল নেতা উত্তরে বলেন, আমার কারও বিরুদ্ধে অভিযোগ নেই।
রবিবার সকালে কলকাতায় ইডির দফতর সিজিও কমপ্লেক্স থেকে বার করে শাহজাহানকে মেডিক্যাল পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিজিও থেকে বেরোনোর সময়েই ওই মন্তব্য করেন তিনি।
সেই হিসাবে শুক্রবারের পর রবিবার, মাত্র দু’দিনের মধ্যেই কি হলো শাহজাহানের ভোলবদল হল। আগে খানিক আগ্রাসী ভঙ্গিতে ফাঁসানোর অভিযোগ করলেও, রবিবার তিনি বললেন, কারও বিরুদ্ধে অভিযোগ নেই!