ED found an account book of Shahjahan Sheikh
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইডির নজরে সন্দেশখালির নেতার হিসেবের খাতা। শাহজাহান এবং তাঁর কর্মচারী, ঘনিষ্ঠদের জেরা করে সেই খাতার সন্ধান পাওয়া গিয়েছে। শাহজাহানের সেই হিসেবের খাতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনেক প্রশ্নের উত্তর দিতে পারে বলে মনে করা হচ্ছে।
ইডি সূত্রে খবর, শাহজাহানের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে, ব্যাঙ্কের নথিতে তার হিসাব নেই। গ্রামবাসীদের জমি দখল করে বিক্রি করার টাকা, চিংড়ির ব্যবসার টাকা হিসেব কোথায় লিখে রাখতেন শাহজাহান? সরকারি ভাবে কোনও নথিতে ‘কালো’ টাকার হিসেব নেই।
কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা গিয়েছে, শাহজাহান এক বা একাধিক সাদা খাতায় বিভিন্ন হিসেব লিখে রাখতেন। কখনও তিনি নিজে হিসেব লিখতেন, কখনও তাঁর ব্যবসা সংক্রান্ত হিসেব খাতায় লিখতেন তাঁর কর্মচারীরাই। সেই খাতা শাহজাহানের দফতরে রয়েছে বলেও জানা গিয়েছে। তারই খোঁজে ইডি। ওই খাতায় লেখা হিসাব মিলিয়ে দেখতে পারেন তদন্তকারীরা। শাহজাহানের লেনদেন সংক্রান্ত যে সমস্ত প্রশ্নের উত্তর এখনও মেলেনি, ওই খাতা থেকে মিলতে পারে সব উত্তর, বলে মনে করছেন ইডি।