Sandeshkhali’s ShahJahan has been charged with attempted murder
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সোমবারই তৃণমূলের হেভিওয়েট প্রাক্তন নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এক্ষেত্রে তাঁর জমি দুর্নীতি অর্থাৎ দখল সংক্রান্ত মামলায় চার্জশিট দিয়েছিলেন কেন্দ্রীয় সংস্থা। একদিন কাটতে না কাটতেই সন্দেশখালির বাঘের বিরুদ্ধে এবার খুনের চেষ্টার ধারা প্রয়োগ করা হয়েছে বলা জানা গেল। সিবিআইয়ের তরফ থেকে মঙ্গলবার চার্জশিট জমা দেওয়া হয়। সেই চার্জশিটেই তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দেওয়া হল। খুনের জন্যই তাঁর বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল বলে দাবি করা হয়েছে। তৃণমূলের হেভিওয়েট নেতার পাশাপাশি আরও ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। তাঁর বাড়িতে অভিযান চালানোর সময় ইডি আধিকারকিদের ওপর হামলা চালানো হয়েছিল। এরপর প্রায় দেড়মাস পর তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় তদন্তকারিরা।