Censor Board’s Scissors in Romantic Scene, Shahid and Kriti Sanon’s ‘Teri Baton Mein Aisa Uljha Jiya’
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : কৃতি স্যানন এবং শাহিদ কাপুরর আসন্ন ছবি ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’-র প্রচারে ব্যস্ত দুই তারকা। ছবির অগ্রিম বুকিংও শুরু হয়েছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে ছবি সম্পর্কিত একটি বড় খবর শোনা যা তাদের ভক্তদের কাছে হতাশজনক। যদি মিডিয়া রিপোর্ট বলছে, সেন্সর বোর্ড ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’-এর দৃশ্যে কাঁচি চালিয়েছে। রোমান্টিক দৃশ্যে সেন্সর বোর্ডের কাঁচি।
‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’ একটি রোমান্টিক প্রেমের গল্প। এই দুই প্রিয় তারকা প্রথমবার জুটি বেধেছেন। এই জুটিদের একসঙ্গে পর্দায় রোমান্স করতে দেখতে আগ্রহী দর্শকরা মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সেন্সর বোর্ড ছবিটি থেকে একটি রোমান্টিক দৃশ্য সরিয়ে দিয়েছে। ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’ ছবির প্রায় দশ সেকেন্ডের একটি দৃশ্যে সেন্সর কাঁচি ব্যবহার করেছে। শাহিদ কাপুরের অনেক ছবি নিয়ে বিতর্ক রয়েছে। সেইসব ছবিতে আপত্তিকর দৃশ্যে সেন্সর বোর্ড কাঁচি চালিয়েছে। তাই শাহিদের কাছে নতুন কিছু না।
শহিদ কাপুর ও কৃতি স্যাননের এই ছবিটি ভ্যালেন্টাইনের সময় অর্থাৎ ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এই ছবিতে কৃতিকে দেখা যাবে রোবটের ভূমিকায়, আর শাহিদকে দেখা যাবে বিজ্ঞানীর ভূমিকায়। এই প্রথমবার মানুষ এবং রোবটের মধ্যে সুন্দর সম্পর্ক নিয়ে এই ছবি