‘Sandeshkhali vote’ – Shah-Shuvendu-Sukant meeting to chalk out tactics on how to impact the ballot box
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সন্দেশখালি অগ্নিগর্ভ। এখানে বিরোধীরা লোকসভা ভোটের ঘি ঢেলে জিইয়ে রাখছেন ‘সন্দেশখালি’কে। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করেই ভোটে লড়তে চাইছেন বঙ্গ বিজেপি। তাই এই পরিস্থিতিতে দ্বিতীয়বার দিল্লিতে গেলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। সূত্রের খবর, অমিত শাহ এবং জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতা। ভোটবাক্সে সন্দেশখালির প্রভাব কীভাবে পড়বে তা নিয়েই দিল্লিতে জরুরি এই বৈঠক।
শনিবারের এই বৈঠকে মূলত সন্দেশখালি কাণ্ড নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে আলাদা করে বোঝার কিছুই নেই। আর তাই এতো পুলিশি বাধা সত্ত্বেও বার বার সন্দেশখালি ছুটে যাচ্ছেন বিজেপির এই দুই নেতা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। এদিকে, আগামী মাসের প্রথমেই তিনবার বঙ্গ সফরে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আরামবাদ ও কৃষ্ণনগর ছাড়াও বারাসতেও দলীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। সূত্রের খবর, মোদির বঙ্গ সফর, নির্যাতিতাদের সঙ্গে মোদির সাক্ষাৎ এইসব নিয়েও আলোচনা হতে পারে এদিনের বৈঠকে।