Shah Rukh Khan Dedicates Award To His Kids, Gives Out A Strong Message
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বলিউডের কিং খান যিনি অনুরাগীদের কাছে ‘বেতাজ বাদশা’। এত বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও আদ্যোপান্ত পারিবারিক মানুষ তিনি। বিটাউনের যে কোনও হাইপ্রোফাইল পার্টিতে কখনও স্ত্রী, কখনও সন্তানদের নিয়ে শাহরুখ খানকে দেখা যায়। সম্প্রতি জি-সিনে অ্যাওয়ার্ড শোয়ে সম্প্রতি ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। মঞ্চ থেকে অনুরাগীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের পরিবারের উদ্দেশেও বড় বার্তা দিতে দেখা গেল বাদশাকে। মঞ্চ থেকেই সন্তানদের কাছে বড় প্রতিজ্ঞা করলেন শাহরুখ খান। সুপারস্টার তথা বাবাকে বলতে শোনা যায়, “এই বার্তাটা আমার তিন সন্তান এবং স্ত্রী গৌরী খানের জন্য। যতদিন তোমাদের বাবা বেঁচে আছে, ততদিন বিনোদন থাকবে।” পাশাপাশি কাজ যখন পাননি, তখন কিভাবে সময় কাটিয়েছেন তাও শেয়ার করলেন তিনি। শাহরুখ বলেন, “চার-পাঁচ বছর যখন সিনেমা চলছিল না, আমি নিজের উপরই বিরক্ত হয়ে গিয়েছিলাম। বাড়িতে বসেছিলাম। পিৎজা, রুটি এসব বানিয়েছি। ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটিয়েছি।”