December 5, 2024 3:18 pm

২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 5, 2024 3:18 pm

২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Shah Rukh Khan : শাহরুখের সামনে কেঁদে ফেললেন এক ভক্ত। কিন্ত শাহরুখ খান কি করলেন ?

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#shahrukhk#fan#cried#video#viral#

A fan cried in front of Shahrukh. But what did Shah Rukh Khan do?

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : শাহরুখ খান, ‘The king khan ‘ – লক্ষ্য লক্ষ্য মানুষের মনে যাঁর  রাজত্ব এখনও বিরাজমান। মানুষকে খুব সহজেই ভালবাসতে পারেন যেমন তেমনি মন জয় করে নিতে পারেন তিনি। তাঁর বাড়ির সামনে কখনও রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা শত শত ভক্তরা যে তাঁর এক ঝলকের অপেক্ষায় থাকেন, তা তাঁর অজানা নয়। শাহরুখ খান ৬০-এর দোরগড়ায় এসেও বলিউডে আজও একছত্র রাজ করে চলেছেন যা ২০২৩-এর বক্স অফিসে দেখা যায় তাঁকে কেন্দ্র করে বেশি চাহিদা ছিল-আছে-থাকবে, ২০২৩ সালে প্রমাণ করে দিয়েছেন কিং খান। আজও তিনি বাদশা,তাঁকে কাছ থেকে দেখার ইচ্ছে কারোর যে নেই, এটা বলা ভুল। ফলে এবার কিং-খানকে সামনে পেয়ে এক ভক্ত যা করলেন, তা দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন শাহরুখ খান।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক ভিডিও। যেখানে শাহরুখ খানকে কাছ থেকে দেখে এক ভক্ত নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। হাউ-হাউ করে কেঁদে ফেললেন। শাহরুখ মুহূর্তে তাঁকে কাছে টেনে নিলেন। ক্ষণিকের জন্যে হলেও তাঁর সমস্ত কথা শুনলেন। পাল্টা কথাও বললেন কিং খান। জড়িয়ে ধরলেনও। এখানেই শেষ নয়, তাকে পাশে নিয়ে তুললেন ছবিও। তখনও ভক্তের চোখ ছিল জল। এই ভিডিও ভাইরাল হতেই তা নিয়ে নেটিজ়েনদের মত, যেভাবে শাহরুখ মানুষকে ভালবাসেন, তা এক উদাহরণ হয়ে থাকবে। কেউ লিখলেন, ‘এই জন্যই শাহরুখ খান, শাহরুখ খান’। কারও কথায়, ‘শাহরুখের সঙ্গে যখন আমার দেখা হয়েছিল, তিনি একইভাবে আমারও যত্ন নিয়েছিলেন’।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top