‘Shiksha Bachao, Desh Bachao’- Rally on College Street called by 15 student organizations
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শিক্ষা বাঁচাতে, দেশ বাঁচাতে ১৫টি ছাত্র সংগঠন এর ডাকে কলেজ স্ট্রিটে সমাবেশ হয়। বুধবার কলেজ স্ট্রিটে এসএফআই সহ ১৫টি ছাত্র সংগঠন এর ডাকেই এই সমাবেশ। তাদের দাবি বছর বছর কমছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে খালি থাকছে আসন। নেই পর্যাপ্ত অধ্যাপক। শুধু রাজ্যে নয়। গোটা দেশেই এই একই ছবি। কেন্দ্রের জাতীয় শিক্ষা নীতির হুবহু অনুকরণ রাজ্যের শিক্ষা নীতিতে। আরএসএসের প্রেসক্রিপশন মেনেই শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার এবং রাজ্যের মমতা ব্যানার্জির সরকার।
আরএসএস-বিজেপি বিরোধী ১৫টি ছাত্র সংগঠন মিলিত হয়ে গঠন করেছে ‘ইউনাইটেড স্টুডেন্টস অফ ইন্ডিয়া’ (USI)। বাংলার তথা দেশের ছাত্রসমাজের ব্যাপকতম অংশকে ঐক্যবদ্ধ করে শিক্ষাবিরোধী বিজেপি-তৃণমূলের সরকারের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা দিলেন এই সমাবেশ থেকে।