Some of the ministers of the state have received the share of money for the acquisition of Shahjahan’s land.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিতে শেখ শাহজাহানের জমি দখলের টাকার ভাগ পেত রাজ্যের কয়েকটি মন্ত্রীও। আদালতে এমন বিস্ফোরক অভিযোগ করল ইডি। কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা সূত্রে খবর, উপরমহল পর্যন্ত এই জমি দখলের টাকা গিয়েছে বলে আদালতে জানিয়েছে তারা।
কলকাতার নগর দায়রা আদালতে সোমবার শাহজাহানের মামলার শুনানি ছিল।শাহজাহান ছাড়া সন্দেশখালি মামলায় ধৃত আরও তিন জনকে আদালতে হাজির করানো হয়েছিল। সোমবার আদালতে ইডির আইনজীবী বলেন, শাহজাহান এবং তাঁর অনুগামীদের জামিন দিলে সতর্ক হয়ে যেতে পারেন ওই মন্ত্রীরা।জামিনের বিরোধিতা করে ইডি। সওয়াল জবাব শেষে শেখ শাহজাহান, আলমগীর, দিদার বক্স, শিবু হাজরাকে ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।