Section 144 has been imposed in Sandeshkhali until the results are out
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে থেকেই বারবার বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সন্দেশখালি। শেখ শাহজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন গ্রামবাসিরা। শ্লীলতাহানীসহ-জমি দখল, একাধিক অভিযোগ করা হয় শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এরপর সন্দেশখালিতে স্টিং অপারেশন ফাঁশ হতে কিছুটা চাপে পড়ে বিজেপি। কিন্তু ভোটের আগেও দফায় দফায় উত্তপ্ত হয় সন্দেশখালি। বসিরহাট কেন্দ্রের মধ্যে পড়া সন্দেশখালির মহিলারা ভোটের দিনও সরব হন। সেখানে দফায় দফায় উত্তেজনা ছড়ায় সপ্তম দফাতে। এরপরই কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, ভোটের ফল প্রকাশের দিন পর্যন্ত ১৪৪ ধারা লাগু থাকবে সেখানে। যাতে আর কোনওরকম অশান্তি না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও গ্রামবাসীরা প্রশ্ন তুলছেন, ভোটের ফল বেরোনোর পরই তো ভোট পরবর্তী হিংসা শুরু হয়, তখন তাঁদের কি হবে।